সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাবা ও ২ মেয়ে নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন।
উপজেলার বারআউলিয়া এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, তার মেয়ে অনন্যা ও রাউজাতুল জান্নাত। অনন্যা ও জান্নাত সবুজ শিক্ষায়তনের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন।
বারআউলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দে জানান, সিএনজি চালিত অটোরিকশায় জোড় আমতলা থেকে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অনন্যার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপর দুইজনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই শ্যামল।
(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/আরকে/জুন ১৬, ২০১৪)