চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় রবিবার রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম এমরান ভূঁইয়া জানান, সাতকানিয়ার এওচিয়া, কাঞ্চনা, মাদার্শা ও লোহাগাড়ার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে গত সংসদ নির্বাচনের আগে ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/আরকে/জুন ১৬, ২০১৪)