কায়রোতে চার্চের বাইরে ভয়াবহ হামলায় নিহত ৩
রবিবার রাতে উত্তর কায়রোর একটি কপটিক চার্চ থেকে অনুষ্ঠান শেষে বেরুনোর পর খ্রিস্টান সম্প্রদায়ের একটি দলকে লক্ষ্ করে এ হামলা চালানো হয়। এ হামলায় শিশু ও মহিলাসহ তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোটর সাইকেলে চড়ে দুজন অস্ত্রধারী এ হামলায় অংশ নেয়। যার মধ্যে একজন গুলি চালায়।
যুক্তরাজ্যের কপটিক অর্থডক্স চার্চের বিশপ এ্যাঞ্জেলস আলজাজিরাকে জানান, সম্ভবত কিছু লোক ভুলবশত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অপসারণের জন্য খ্রিস্টানদের দায়ী করে এ হামলা চালিয়েছে।
অপরদিকে, রবিবারে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সেনাবিরোধী বিক্ষোভকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫৫ জন ছাত্রকে গ্রেফতার করার কথা স্বীকার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ নিয়ে ছাত্ররা টানা দ্বিতীয় দিনের মতো সেনাবিরোধী বিক্ষোভ প্রদর্শন করলো।
(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/অক্টোবর ২১, ২০১৩)