তারা ভয় পেয়েছেন!
দ্য রিপোর্ট ডেস্ক : শাহরুখ খানের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার নাম জড়িয়ে পড়ায় ভোগান্তিই পোহাতে হচ্ছে তাকে। এ কারণে অনেকেই তার দিকে ভ্রু কুঁচকিয়েছেন। শাহরুখ-প্রিয়াংকার ঘনিষ্ঠতায় সন্দেহের তীর গিয়ে সহধর্মিনী গৌরিকে তো বিধেঁছেই, পরমবন্ধু করন জোহরও কিন্তু ভালো চোখে দেখেননি বিষয়টিকে।
সবকিছু মিলিয়ে শাহরুখ-প্রিয়াংকা এতটাই ভয় পেয়েছেন যে, এখন তারা ঘনিষ্ঠ সম্পর্ক রাখা তো দূরের কথা, পারতপক্ষে একে অপরের পথই মাড়াচ্ছেন না। সম্প্রতি একটি পার্টিতে শাহরুখ এবং প্রিয়াংকার প্রবেশ ও প্রস্থানের সময় এতটাই নিখুঁত ছিল যে কেউ একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারেননি। একজন এসে ঢোকার আগেই অন্যজন সময় বুঝে বেরিয়ে গিয়েছেন পার্টি থেকে।
সাবেক বন্ধু বা বান্ধবীদের সযত্নে এড়িয়ে চলার এই রীতি বলিউডে পুরোনো নয়। শাহরুখ যেমন এড়িয়ে চলতেন সালমান খানকে। ঐশ্বরিয়াও রাই বচ্চন সাবেক প্রেমিক সালমান ও বিবেক আছেন এমন কোনো পার্টিতে অংশও নেন না।
(দ্য রিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ২৮, ২০১৩)