সূচক ও লেনদেনে নিম্নমুখি প্রবণতা
দ্য রিপোর্র্ট প্রতিবেদক: সামান্য ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে বৃহস্পতিবার লেনদেন শুরু হলেও প্রথম ঘণ্টা শেষে পতনমুখি প্রবণতায় রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। সূচক পতনের পাশাপাশি লেনদেনেও ধীর গতি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৪২ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২২৭টি কম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৮২ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার টাকা।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স স্থির হয় ৪২৬৮ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৫৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১২৮টি কম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কম্পানির। টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/নভেম্বর ২৮, ২০১৩)