ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লা সংবাদদাতা : উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লার সহকারী রেলস্টেশন মাস্টার আব্দুর রশিদ দ্য রিপোর্টকে জানান, কুমিল্লা রেলস্টেশনের আউটারের কাছে অশোকতলায় বুধবার রাত দেড়টায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে। দুটি রিলিফ ট্রেন এসে সকাল ১১টা ৪৫ মিনিটে উদ্ধারকাজ শেষ করে। লাইন মেরামত শেষে দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলিট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/২৮, ২০১৩)