ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবস পালিত
ময়মনসিংহ সংবাদদাতা : ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার মধ্য দিয়ে ময়মনসিংহে বৃহস্পতিবারে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবস পালিত হয়েছে। ১৯৯০ সালে ২৮ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ফিরোজউদ্দীন ও জাহাঙ্গীর আলম শহীদ হন।
সকালে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে শহীদদ্বয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- স্থানীয় জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফিরোজ-জাহাঙ্গীর স্মৃতি পরিষদ, জেলা নাগরিক আন্দোলন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
ফিরোজ ও জাহাঙ্গীর স্মরণ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমির আহমেদ চৌধুরী রতন। বক্তব্য রাখেন- জেলা জাসদের নেতা অ্যাডভোকেট সাদিক হোসেন, এস এম বাবুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, সিপিবি নেতা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, নাগরিক আন্দোলনের সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, মনিরা সুলতানা অনু, সাবেক ছাত্রনেতা আমিন রিপন প্রমুখ।
(দ্য রিপোর্ট/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৩)