দ্য রিপোর্ট প্রতিবেদক : গায়ক ফেরদৌস ওয়াহিদকে নতুন করে চেনানোর সুযোগ নেই। তবে ফটুবলপ্রেমী ওয়াহিদে অনেকেই বিস্মিত হতে পারেন। বিশ্বকাপের ডামাডোলে ফুটবলের মজেছেন ফেরদেীস ওয়াহিদ। তিনিও রাত জেগে খেলা দেখবেন। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘ফুটবল ভালবাসলেও আমি ঠিক ওইভাবে কোনো দলের সমর্থক না। আমি বাংলাদেশের সমর্থক।’

কারণ কি জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি আসলে বিদেশীদের সমর্থক হতে চাই না। আমার কাছে আমার পতাকা অনেক বেশি প্রিয়।’ বাংলাদেশে ফুটবল স্টাবলিশ হয়নি; বিষয়টি তাকে খুব আহম করে। বলেছেন, ‘আমি বুঝলাম না, বাংলাদেশে যে পরিমাণ ফুটবল খেলা হয়। গ্রামে-গঞ্জে, শহর-নগরে ফুটবলের ছড়াছড়ি। ক্রিকেটের চেয়েও অনেক বেশি খেলা হয় ফুটবল। কিন্তু কেন যেন বাংলাদেশে ফুটবল নয়, ক্রিকেটটাই স্টাবলিস্ট হলো।’

ছোটবেলার কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘ছোটবেলায় আম-কাঁঠালের ছুটিতে যখন গ্রামে যেতাম। তখন কাঁদায় লুটোপুটি খেতাম। খেলতাম ফুটবল। আমার কাছে ফুটবল খেলার চেয়েও বেশি মজা লাগত কাঁদায় লুটোপুটি খাওয়ার ব্যাপারটি।’

তাই বলে কোনো দলেরই সমর্থক না! এমন প্রশ্নে খানিকটা হেসে ফেরদৌস ওয়াহিদ বলেছেন, ‘যে দল জিতবে, আমি সে দলের সমর্থক। তবে, আমি বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখব।’

(দ্য রিপোর্ট/এআর/এএস/১৭ জুন, ২০১৪)