চট্টগ্রামে হোটেল ও ফলের দোকানে জরিমানা
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর ইপিজেড, বন্দরটিলা ও ফকিরহাট এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি ফলের দোকান ও তিনটি হোটেলকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। একই অভিযানে বিভিন্ন প্রজাতির ফরমালিনযুক্ত ৩৩৭ কেজি আম ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে ইপিজেডে মোহাম্মদ মুজাহিদ, হাফিজুর রহমান, রাব্বী ও হাসানের ফলের দোকানে এবং ফকিরহাটের আবদুল মালেকের ফলের দোকানে আমে ফরমালিন পাওয়া যায়। এতে প্রত্যেককে বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫৯ অনুযায়ী ৬ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া অভিযুক্তদের কাছ থেকে গোপালভোগ, আম্রপালি, লক্ষণভোগ, ল্যাংড়া ও গুটি প্রজাতির মোট ৩৩৭ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে, একই ভ্রাম্যমাণ আদালত ফকিরহাটের বিভিন্ন হোটেলে অভিযান চালান। এ সময় লাইসেন্স না থাকা ও ভেজাল খাদ্য সরবরাহ করার দায়ে রয়েল হোটেলের মালিককে ১৫ হাজার টাকা, হোটেল নুর- এ-আজমীরের মালিককে ১৫ হাজার টাকা এবং পোর্ট রেস্তোরাঁর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ ১৯৮২ এবং বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫৯ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
(দ্য রিপোর্ট/এআই-কেএইচ/এনডিএস/এএল/জুন ১৮, ২০১৪)