দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে রাসেল (১০) নামে এক শিশু আহত হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত রাসেল জানায়, ‘বুধবার রাত ৯টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন মসজিদের গলিতে কাগজ টোকানোর সময় হলুদ রঙের কৌটা তুললে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের তালু ক্ষত হয়। আহত অবস্থায় তাকে মোহাম্মদপুর থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ২০৬ নং ওয়ার্ডে ভর্তির জন্য পাঠানো হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার সময় তাকে আবার বার্ন ইউনিটে পাঠানো হয়। আহতের ফফু লিপি বেগম বলেন, ‘সকাল ৯টা থেকে দেড়টা পর‌্যন্ত বসে থাকা সত্ত্বেও ফাইল না আসার কারণে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, ‘সকালে রাউন্ডের সময় আহতের ডান হাতের তালুতে ক্ষত দেখি। তাকে সার্জারিতে পাঠানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)