সিরাজগঞ্জে আহত ৩, জামায়াতকর্মীর সাজা
সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলা বিএনপি ও জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। এছাড়া এক জামায়াতকর্মীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শহরের সমাজ কল্যাণ মোড়ে সকাল থেকে জামায়াত থেমে থেমে লাঠি মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জামায়াতকর্মী পারভেজ গুলিবিদ্ধ হয়।
হরতালে পিকেটিং করার সময় সলঙ্গা থানার শিবিরকর্মী আরিফুল ইসলামকে (২৫) আটক করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায় এ রায় দেন। আরিফুল শাহারিয়ারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এদিকে, হরতাল চলাকালে এনায়েতপুরে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফেরণে এক মহিলাসহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে স্থানীয় চা বিক্রেতা আব্দুর রাজ্জাকের স্ত্রী হেলেনা বেগমকে (৪৫) স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পিঠা বিক্রেতা আজগার হোসেন (৫২) ও তার ছেলে ইউসুফ আলীকে (১৪) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোরে এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলীর নেতৃত্বে একটি মিছিল কেজির মোড় এলাকায় গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
হরতালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনসহ র্যাব ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে শহরে হালকা যানবাহন চলাচল করেছে।
বিএনপি-জামায়াতের ২ কর্মীর দাফন সম্পন্ন
বেলকুচিতে বুধবার সকালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদলকর্মী মাসুম বিল্লাহ ও চাঁদমিটুয়ানী গ্রামের জামায়াতকর্মী মাওলানা আব্দুল জলিলের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দাফন শেষে হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা।
(দিরিপোর্ট/আরকে/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)