বলিউড সংস্কৃতির আগ্রাসন নিয়ে সেমিনার
![](https://bangla.thereport24.com/article_images/bollywood-culture1.jpg)
সেমিনারে পৃথক দুটি শিরোনামে দুজন বক্তা আলোচনা করবেন। ‘দক্ষিণ এশীয় সিনেমায় বলিউডের সাংস্কৃতিক আগ্রাসন’ শিরোনামে আলোচনা করবেন তৌফিক-ই-এলাহী। ‘বলিউড ভার্সাস ঢালিউড : অসমান ব্র্যান্ড কম্পিটিশন’ শিরোনামে অপর আলোচনাটি করবেন বাজার বিশেষজ্ঞ কাউসার চৌধুরী।
সেমিনারটি ইউল্যাবের মূল ক্যাম্পাস ধানমন্ডি ৪/এ-র ৫৬ নম্বর বাড়ির ছয়তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/ এমডি/ অক্টোবর ২১, ২০১৩)