অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর কর্ণফুলি থানার মইজ্জারটেক এলাকার একটি খাল থেকে ভাসমান অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ মৃতদেহ উদ্ধারের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সিডিএ বাস্তবায়নাধীন কর্ণফুলি আবাসিক এলাকার পাশের একটি খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ বিষয়ে কর্ণফুলি থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমএআর/আরকে/জুন ১৮, ২০১৪)