চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যার-৭। এ সময় তাদের কাছ থেকে ৩৬টি মোবাইল সিম ও ২টি ল্যাপটপ জব্দ করা হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকার মো. মফিজুর রহমানের ছেলে কামাল হোসেন (৩৬) এবং একই উপজেলার হাইদচকিয়া এলাকার নুরুল আফছারের ছেলে জুনায়েদ আলম চৌধুরী (৩৬)।

র‌্যাব-৭ এর চট্টগ্রামের সহকারি পরিচালক শাহেদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম দক্ষিণ খুলশী আবাসিক এলাকার সি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন কোম্পানির মোবাইল সিম ও ল্যাপটপসহ দুইজনকে আটক করা হয়। আটকদের বায়েজিদ বোস্তামী থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এপি/এনআই/জুন ১৮, ২০১৪)