চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী কাভার্ডভ্যানে চাপা পড়ে সফিকুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সফিকুর রহমান স্থানীয় পাথরপাড়া এলাকার কোরবান আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা গুল আহম্মদ জুট মিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান বৃদ্ধ সফিকুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও তার গাড়ি আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এপি/এনআই/জুন ১৮, ২০১৪)