দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর সরকারি কলেজ মোড়ে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। বিএনপি নেতাকর্মীরা পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরাও তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এতে ৩ জন শটগানের বুলেট বিদ্ধসহ বিএনপির ২০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) হিফজুল আলম মুন্সি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/নভেম্বর ২৮, ২০১৩)