হান্নান শাহকে জেল হাজতে পাঠানোর আদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক তারেক মইনুল ইসলাম ভূইয়া শুনানি শেষে বিকেল সাড়ে তিনটায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২৫ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিএনপি ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করলে ওই দিনই হান্নান শাহকে আটক করা হয়।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/নভেম্বর ২৮, ২০১৩)