চট্টগ্রামে গ্রেফতারের পর বীমা কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম জেলার পাঁচলাইশে গ্রেফতারের পর মো. রোকনুজ্জামান (৪০) নামে এক বীমা কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, বাকলিয়া আবাসিক এলাকার বাসিন্দা রোকনুজ্জামানের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় নারী নির্যাতন মামলা আছে (মামলা নং-৫)। ওই মামলায় বুধবার রাত দেড়টায় বাকলিয়ার আবাসিক এলাকা থেকে গ্রেফতার করার সময় পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। প্রথমে রোকনুজ্জামান নিজেকে নির্দোষ দাবি করে গাড়িতে উঠতে অস্বীকৃতি জানান। কিন্তু পরবর্তীতে পুলিশ তাকে গাড়িতে তোলে। গাড়িতে ওঠার পর রোকনুজ্জামান অসুস্থ বোধ করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবার ও এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নির্যাতনে রোকনুজ্জামানের মৃত্যু হয়েছে।
পুলিশের নির্যাতনের কথা অস্বীকার করে অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে হাসপাতালের চিকিৎসক রোকনুজ্জামোনের শরীরে কোন আঘাতের বা নির্যাতনের চিহ্ন পাননি বলে তিনি জানান।
রোকনুজ্জামানের মৃতদেহ ময়নাতদন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত রোকনুজ্জামানকে গ্রেফতার করেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন।
(দ্য রিপোর্ট/এআইএম/এসপি/জেএম/এজেড/জুন ১৯, ২০১৪)