দ্য রিপোর্ট প্রতিবেদক : মতিঝিল থানার দায়ের করা দুইটি মামলায় মওদুদু আহমদসহ বিএনপির ৫ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বিচারক মো. জহুরুল হকের আদালতে বৃহস্পতিবার আসামিদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।

বিএনপির অন্য নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গত ৮ নভেম্বর রাতে বিএনপির ৫ নেতাকে আটক করা হয়। সে রাতেই গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে ৫ নেতার বিরুদ্ধে মতিঝিল থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ।

২১ নভেম্বর বিএনপির পাঁচ নেতার জামিন বিষয়ে অধিকতর শুনানির জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এ বিষয়ে অধিকতর শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে ১৪ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক দুইটি মামলায় বিএনপির এ পাঁচ নেতার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এসব নেতার রিমান্ড স্থগিত করেন ও কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচএস/এনডিএস/নভেম্বর ২৮, ২০১৩)