টাঙ্গাইলে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
টাঙ্গাইল সংবাদদাতা: সদর উপজেলার পাঁচবিক্রমাটিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল ছিনতাই করার সময় এক ছিনতাইকারী গণপিটুনির শিকার হয়। পুলিশ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ছিনতাইকারীর নাম আব্দুস সাত্তার (৩৫) । তিনি গালা ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, র্যাব সদস্য রিপন তার ছোট বোনকে নিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইল আটপুকুর এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ৩ ছিনতাইকারীর কবলে পড়েন। তিনি মহাসড়কের পাঁচবিক্রমাটি নামকস্থানে পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ও পিস্তল প্রদর্শন করে। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলে কোপ দিলে তারা পড়ে যান।
পরে ছিনতাইকারীরা মোটরসাইকেল নেওয়ার সময় র্যাব সদস্য রিপন তিন ছিনতাইকারীকে ঝাপটে ধরে চিৎকার করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে দুই ছিনতাইকারী র্যাবের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।এক ছিনতাইকারী ধরা পড়লে তাকে এলাকাবাসী বেদম পিটুটি দেয়।
খবর পেয়ে পুলিশ আশংকাজনক অবস্থায় আব্দুস সাত্তারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ছিনতাইকারী আব্দুস সাত্তার মোটরসাইকেল ছিনতাইদলের মূল হোতা।’
(দ্য রিপোর্ট/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৩)