দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) শাসক দলের ‘একনিষ্ঠকর্মী’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ১৮ দলের ডাকা টানা ৭১ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন শেষে দেশের সার্বিক চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনের সেনা মোতায়েন প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন,‘নিবার্চন কমিশনকে বলতে চাই সরকারের সেবাদাসী নয়, তারা কৃতদাস। সব দলের অংশগ্রহণে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে এখন যা করছে তা শাসকদলের অনুগত হয়ে একনিষ্ঠকর্মী হিসেবে কাজ করছে।’

তড়িঘড়ি করে তফসিল ঘোষণা নির্বাচন কমিশন, সরকার ও বিরোধীদলীয় জোটের সঙ্গে সমঝোতার পথ বন্ধ করে দিয়ে অশান্তি ও বিশৃঙ্খলাকেই উসকে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির যুগ্ম এ মহাসচিব বলেন, ‘সরকারের উদ্দেশে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সংকট নিরসনের উদ্যোগ নিয়ে রক্তক্ষয় ও বিপর্যয় ঘটানোর পথ থেকে সরে আসুন। আমরা নিজেরা হাড়হিম করা অনেক নির্যাতন সয়েছি এবং সহ্য করে যাচ্ছি। কিন্তু বাড়ির শিশু-বৃদ্ধ ও নারীদের প্রতি অসম্মানজনক কোনো ব্যবহার করা হলে জীবনপন রেখে তা প্রতিহত এবং প্রতিশোধ গ্রহণ করতে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা সরকারের বিভিন্ন বাহিনীগুলোর খেলা হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের মিটিং মিছিলে গুলি ছুড়ে শুটিং প্র্যাকটিস করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

রিজভী আহমেদ বলেন, ‘নির্বাচনে সব দলের অংশগ্রহণে সরকারের অনাগ্রহের কারণ হচ্ছে তাদের গণবিচ্ছিন্ন হয়ে যাওয়া। জন সমর্থনে ধস নামার কারণেই ক্ষমতাকে আঁকড়ে থাকতে বর্বরতা, নিষ্ঠুরতা ও নিপীড়নের ওপর নির্ভর করছে সরকার।’

আগামী দিনে আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্মম অত্যাচার ও কুৎসিত চক্রান্ত্রের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত আন্দোলনে যুক্ত আছি। জনগণকে সম্পৃক্ত করে। একতরফা নির্বাচন প্রতিহত করতে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলাকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের একজন নিহত, গ্রেফতার ৩৫০ জনের বেশি, আহত ৯০০ জনের বেশি, মামলা হয়েছে ৬০০০ এবং ১৪ নেতাকর্মীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির ৫ শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/এমএআর/নভেম্বর ২৮,২০১৩)