ফরিদ উদ্দিনের ৬ মাসের কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : চেক ডিজঅনার মামলায় ঢাকা বারের আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ তালুকদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন বৃহস্পতিবার বিকেল এ রায় প্রদান করেন।
মোট এক কোটি ১৩ লাখ টাকার ছয়টি চেক ডিজঅনার হওয়ায় এ রায় প্রদান করেন আদালত।
(দ্য রিপোর্ট/এ/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)