‘শেয়ারবাজার ভালো থাকলে শিল্পায়ন বৃদ্ধি পাবে’
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেছেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার ব্যবসা বিষয়ক সঠিক ধারণা দিতে সিএসই’র উদ্যোগে বিভিন্ন কর্মশালা চালু করা হবে। কারণ শেয়ারবাজার ভাল থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়ন বৃদ্ধি পাবে। এতে সরকারের রাজস্বও বাড়বে।’ চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক মতবিনিময় সভায় সিএসই চেয়ারম্যান এই মন্তব্য করেন।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বৃহস্পতিবার বিকেলে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সিএসই চেয়ারম্যান আবদুল মজিদ আরও বলেন, শেয়ারবাজারের কর্মকাণ্ড ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন ‘সেলসম্যান’ হিসেবে ভূমিকা রাখবেন। একাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ সময় শেয়ারবাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনয়নের পাশাপাশি মুক্ত বাজার অর্থনীতির যুগে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসই চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।
তিনি শেয়ারবাজার ও শেয়ার ব্যবসা সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করার কথা উল্লেখ করে বলেন, বর্তমান দক্ষ চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে সিএসই আরও এগিয়ে যাবে।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমডি/আরকে/জুন ১৯, ২০১৪)