বেনাপোলে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১২
২৩ বিজিবির লে. কর্নেল তায়েফ উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক নারী ও শিশু পাচার করে থাকে কয়েকটি চক্র। এরা দেশের বিভিন্ন জায়গা থেকে দালালের মাধ্যমে তাদের সীমান্ত এলাকায় জড়ো করে। পরে পুটখালী ও দৌলতপুর বালুর মাঠ দিয়ে পাচার করে।
তিনি আরো জানান, রবিবার সন্ধ্যায় পাচারের টাকা ভাগাভাগি নিয়ে জিয়া ও ফারুক গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১২ জন আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
(দি রিপোর্ট২৪/আইজেকে/জেএম/অক্টোবর ২১, ২০১৩)