দ্য রিপোর্ট ডেস্ক : ধর্ষণের অভিযোগে তেহেলকা সম্পাদক তেজপালের পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন সাময়িকীটির ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরী। সাময়িকীটির জন্য বর্তমান সময়কে ‘খারাপ’ উল্লেখ করে তিনি বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন। খবর বিবিসির।

গত সপ্তাহে সাময়িকীটির প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেন। এরপর পত্রিকাটির আরো চার সাংবাদিক পদত্যাগ করেন।

এর আগে একই সাময়িকীর এক নারী সাংবাদিক তেজপালের বিরুদ্ধে গত মাসে তাকে দুইবার ধর্ষণ করার অভিযোগ আনেন। তখন সেই ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে সোমা চৌধুরীর বিরুদ্ধে। কিন্তু এ অভিযোগ প্রত্যাখান করেছেন সোমা।

তিনি জানান, তার সততা ও ইমেজ ধরে রাখতেই তিনি পদত্যাগ করেছেন।

তিনি বলেন, ‘এই খারাপ সময়েও আমি তেহেলকায় কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি না, আমার উপস্থিতি পত্রিকাটিকে সাহায্য করবে না ক্ষতি করবে। আমার নেতৃত্বে কোনো ভুল হয়ে থাকলে আমি তার জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করছি।’

এ সময় তিনি তার ‘নারীবাদী অবস্থান’ থেকে সরে আসেননি বলেও জানান।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)