স্পট মার্কেটে চার কোম্পানি
দ্য রিপোর্ট প্রতিবেদক : বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের পূর্বে চার কোম্পানির শেয়ার লেনদেন ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত স্পট এবং ব্লক/অডলট মার্কেটে হবে।
কোম্পানি চারটি হলো- ফার্মা এইডস, ইস্টার্ন লুব্রিকেন্টস, যমুনা অয়েল ও জেমিনি সী ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে ৪ ডিসেম্বর, বুধবার উল্লেখিত চার কোম্পানির লেনদেন স্থগিত থাকবে তবে ৫ ডিসেম্বর থেকে যথারীতি লেনদেন চলবে।
(দ্য রিপোর্ট/এইচকে/নভেম্বর ২৮, ২০১৩)