চট্টগ্রাম অফিস : আষাঢ়ের আগমনে শুরু হয়েছে বর্ষার মৌসুম। বৃহস্পতিবার ভোর থেকে নগরীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ ছিল দিনভর একটানা। আর এতে করে মুরাদপুর, চকবাজার, বাঁকলিয়া, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এ অবস্থা একটানা কয়েকদিন চলতে পারে বলেও ধারণা করছেন আবহাওয়াবিদরা। এতে করে তাপমাত্রাও আংশিক হ্রাস পাবে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা নিলুফার জাহান বলেন, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত নগরীতে ৫০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এতে দিনের তাপমাত্রাও স্বাভাবিকভাবেই হ্রাস পাবে।

এদিকে দিনভর টানা বৃষ্টিতে গরম কিছুটা কাটলেও শ্রমজীবী মানুষকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। এ ছাড়া বৃষ্টিতে নগরীর অনেক এলাকার রাস্তাঘাট প্লাবিত হওয়ায় অনেকেই গৃহবন্দী হয়ে পড়েছেন। সামনের টানা বৃষ্টিতে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশংকা করছেন ভুক্তভোগিরা।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/এএল/জুন ২০, ২০১৪)