চটগ্রাম আফিস : প্রবল বৃষ্টির কারণে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

চট্টগ্রাম বন্দর বিভাগের সচিব সৈয়দ ফরাদ উদ্দিন আহম্মেদ দ্য রিপোর্ট কে জানান, বন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ থাকলেও কাঁচামাল ও খাবার পণ্যের গাড়িগুলো পার করে দেওয়া হচ্ছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। এসব এলাকায় কোথাও কোথাও কোমর থেকে হাটু পর্যন্ত পানি উঠেছে। মানুষ ঘরবাড়িতে আটকা পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে তারা।

সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান, চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী।

(দ্য রিপোর্ট/এআইএম/এমএস/এসবি/জুন ২০, ২০১৪)