ভারি বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা
চট্টগ্রাম অফিস : ভারি বর্ষণে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অধিকাংশ এলাকা কোমর পর্যন্ত পানিতে ডুবে গেছে। ডুবে গেছে নগরীর অনেক ব্যস্ততম সড়ক। ফলে নগরীতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, মহানগরীর নালা-নর্দমায় আবর্জনা আটকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় দোকানপাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। জলাবদ্ধতার কারণে দোকানপাট ও ঘরবাড়ির মালামাল সরাতে হিমশিম খাচ্ছেন নগরবাসী।
বহদ্দারহাটের গৃহবধূ ইরশাত জামান ও হোসনে আরা বেগম জানান, বৃহস্পতিবার থেকে বিরামহীন ভারি বর্ষণে নগরীর ব্যস্ততম এলাকা বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাঁদুরতলা, কাপাসগোলা, কোতোয়ালি, নিউমার্কেট, সদরঘাট, আগ্রাবাদ, বন্দরটিলা, ফিরিঙি বাজার, কালামিয়া বাজার, চান্দগাঁও আবাসিক এলাকা, মোহাম্মদপুর, ফরিদের পাড়া, সমশেরপাড়া ও পাহাড়তলী ইস্পাহানী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার আবদুস সাত্তার সেলিম জানান, নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।
যে কোনো দুর্যোগ মোকাবেলায় সিটি করপোরেশন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সিটি মেয়র মঞ্জুর আলম জানান, জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে তার পরিষদ। পানি সরাতে সকাল থেকে ১০০টি টিম কাজ করছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এআইএম/কেএন/এজেড/জুন ২০, ২০১৪)