চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) বাবুল আকতার দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তদন্তের স্বার্থে আটকদের পরিচয় প্রকাশ করেননি তিনি। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএইসসি/এমএস/কেএন/শাহ/জুন ২০, ২০১৪)