জিপিএইচ ইস্পাতের অর্ধ বার্ষিক প্রতিবেদন প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাতের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রেএ তথ্য জানা গেছে।
৩১ অক্টোবর ২০১৩ সমাপ্ত (মে’১৩-অক্টোবর’১৩) অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জিপিএইচ ইস্পাতের কর পরবর্তী মুনাফা ১৪ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা এবং ০.৭৫ টাকা।
২০১৩ সালের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ১.২১ টাকা। একই হিসেবে আগের বছরের একই ইপিএস হবে ০.৬৮ টাকা।
গত তিন মাসে (আগস্ট’১৩-অক্টোবর’১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা ৬ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ০.৬১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা এবং ০.১৭ টাকা। প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে গত তিন মাসে এ কোম্পানির ইপিএস হবে ০.৫৫ টাকা। একই হিসেবে আগের বছরের একই সময়ে যা ছিল ০.১৫ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)