চট্টগ্রামে ৩ ছিনতাইকারী আটক
চট্টগ্রাম অফিস : নগরীর টাইগারপাস এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৩ ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২টি ধারাল ছুরি ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকেরা হলেন- রুবেল ওরফে পিচ্চি রুবেল (২৮), সুমন (২০) ও সুজন (৩২)।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ডিবি) বাবুল আক্তার আটকের বিষিয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল গোফরানের নেতৃত্বে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এআইএম/এফএস/এমএআর/আরকে/জুন ২০, ২০১৪)