চট্টগ্রাম অফিস : জেলার সীতাকুণ্ড উপজেলায় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বহদ্দারহাট এলাকায় একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালিয়ে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- তাজুল ইসলাম (২৮) ও আবদুর রউফ (৪২।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টায় বহদ্দারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালানো হয়। এ সময় ট্যাক্সিক্যাবের ভেতরে ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় ট্যাক্সিক্যাবসহ ওই দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।

(দ্য রিপোর্ট/এআই/ইইউ/এমডি/এনআই/জুন ২০, ২০১৪)