চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে দুটি এলাকায় দেয়ালধসে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নগর পুলিশের সহকারী কমিশনার দিপক জ্যোতি খীসা জানান, নগরীর রহমাননগর এলাকায় পাশের দেয়ার ধসে বাড়ির ওপর গিয়ে পড়লে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। শনিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

তিনি আরও জানান, দেয়ালধসে এনায়েত বাজারের কোহিনূর বেগম পপি (২৫) ও চেরাগী পাহাড়ের সুমন (৩০) নামে দুজন আহত হয়েছেন। এ ছাড়া নগরীর চেরাগী পাহাড় রাজপুর লেনের দয়াময়ী কলোনিতে দেয়ালধসে একই পরিবারের দুজন আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এসকে/এএস/শাহ/জুন ২১, ২০১৪)