খুলনা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর দাবিতে অনশন করছেন কারখানাটির শ্রমিকরা। নগরীর রূপসায় ফ্যাক্টরির সামনে সোমবার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়া জানান, ২০১০ সালে বন্ধ হওয়া ফ্যাক্টরি বিসিআইসির আওতায় চালু হবে- এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১১ সালের ৫ মার্চ খালিশপুরের জনসভায় তিনি এ ঘোষণা দেন। কিন্তু এখন পর্যন্ত ফ্যাক্টরি চালুর উদ্যোগ নেওয়া হয়নি।

অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের খুলনা জেলার সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম ফারুকুল ইসলাম।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকদের আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের জানানো হয়নি। তবে পুলিশ বিষয়টি দেখছে।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এমএআর/জেএম/অক্টোবর ২১, ২০১৩)