চুয়াডাঙ্গা সংবাদদাতা : অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল। জেলা প্রশাসকের বাসভনের পাশে (প্রেস ক্লাবের সামনে) এই কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে, সকাল ১১টায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে একটি সিএনজিতে আগুন দেয় অবরোধকারীরা।

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দুপুর ২টায় দামুড়হুদা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে তনুকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)