দ্য রিপোর্ট প্রতিবেদক : ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে প্রহলাদ চন্দ্র দে ওরফে বিকাশ নামে এক আইনজীবীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. হাবিবুর রহমান ভুঁইয়া বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আলামত নষ্ট করার অভিযোগে আরো পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।

রায় ঘোষণার সময় আসামি প্রহলাদ চন্দ্র দে কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

খালাস পেয়েছেন প্রহলাদের সঙ্গী ইতি রানী সরকার ওরফে তৃপ্তি কণা সরকার।

মামলার বিবরণে জানা যায়, প্রহলাদের স্ত্রী সীমা মিত্র ছয়মাসের গর্ভবতী ছিলেন। তিনি স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর ৪৮৮/৩, চেয়ারম্যান গলি, নয়াটোলার বাসায় রাত ১টায় সীমা মিত্রের শরীরে আগুন দেয় স্বামী প্রহলাদ। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর ৮ ডিসেম্বর তিনি মারা যান। এ মামলায় ১৯৯৫ সালের ৭ আগস্ট আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলাটির বিচারকালে বিচারক নয়জনের সাক্ষ্যগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এইচএসএম/নভেম্বর ২৮, ২০১৩)