দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইরান মুখোমুখি হবে শনিবার রাত ১০ টায়। আর্জেন্টাইন সমর্থকদের মতোই খেলাটি দেখবেন সংগীতশিল্পী কৃষ্ণকলি। কেননা তিনি নিজেও মেসির দেশ আর্জেন্টিনার সমর্থক।

কৃষ্ণকলি বলেছেন, ‘দল হিসেবে আর্জেন্টিনাই প্রিয়। ওদের খেলা ভাল লাগে। ওদের জন্য আমার শুভকামনা।’ এবারের বিশ্বকাপ কে জিতবে? এমন প্রশ্নে কৃষ্ণকলি কি বিরক্ত হয়েছেন! তিনি বলেছেন, ‘আমি তো জ্যোতিষবিদ নই তাই আগে থেকে বলতে পারব না। তবে আর্জেন্টিনা জিতলে ভাল লাগবে।’

কখনও ফুটবল খেলেছেন কিনা জানতে চাইলে কৃষ্ণকলি জানিয়েছেন, ‘আমি বড় হয়েছি নানাবাড়ি খুলনায়। আমাদের পরিবারের অধিকাংশই শিক্ষিত। পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন পেশায় কর্মরত। আমার মা ছিলেন একজন স্বনামধন্য অ্যাথলেট। ছোটবেলা থেকেই দেখেছি ছেলে-মেয়ে বলে আমাদের আলাদাভাবে বিবেচনা করা হত না। আমাদের কলোনিতে ছিল অসংখ্য বিল্ডিং। যার যার বাড়িতে সবাই থাকলেও খেলার জন্য মিলিত হতাম একত্রে। শীতের সময় ব্যাডমিন্টন কোট কাটা হতো ৩টি গ্রুপ এজ ভাগ করে। ফুটবলও খেলেছি।’

অন্যান্য খেলার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমি ডাংগুলি খেলেছি, ফুটবল খেলেছি, গাছে চড়েছি। ছেলেদের মেয়েদের সব খেলাই খেলেছি।’

(দ্য রিপোর্ট/এআর/সিজি/আরকে/জুন ২১, ২০১৪)