হিমালয়ের চুলুইস্টে বাংলাদেশের পতাকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় মাউণ্টেনিয়ারিং এ্যাণ্ড অ্যাডভেঞ্চার ক্লাব (DUMAC) থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নেপালের হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা রেঞ্জের চুলুইস্ট পর্বত (উচ্চতা ২১,৫৯৫ফুট) জয় করেছেন। পর্বতে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উড়িয়েছেন তারা।
পর্বত জয় উপলক্ষে ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের পুরাতন সিনেট-কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ক্লাবটি।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল কাঠমুন্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। অভিযানটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মো. আহসানুল হাদি, ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের এমবিএ ছাত্র আসিফুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের এমএসএস ছাত্র এসমেয়ার নবী আসিফ অংশগ্রহণ করেন।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/নভেম্বর ২৮, ২০১৩)