মুরসি সমর্থক ২১ নারীর ১১ বছরের জেল

দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট মুরসির মুক্তির দাবিতে আন্দোলন করায় ২১ নারীকে ১১ বছরের জেল দিয়েছে মিসরের আদালত। শান্তিপূর্ণভাবে আন্দোলন করা সত্ত্বেও বুধবার তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। খবর আলজাজিরার।
সাজা পাওয়াদের মধ্যে সাতজন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদের অপ্রাপ্ত বয়স্কদের সেলে রাখা হবে। এদের মধ্যে একজনের বয়স সর্বনিম্ন ১৫ বছর।
একই দিন মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে এর ছয় সদস্যকে ১৫ বছরের জেল দেওয়া হয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে মিসরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলায়ি জানান, সরকার এক নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে যেখানে কোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ প্রদর্শন করতে হলে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে।
সাজাপ্রাপ্ত নারীরা আলেকজান্দ্রিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছিল। এ সময় তারা কোনোরূপ সহিংসতায় জড়িত হয়নি।
(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)