দ্য রিপোর্ট প্রতিবেদক : যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে তাদের ‘মানবতাবিরোধী’ উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, যারা মানবতাবিরোধী কাজ করে তারা মানুষ নয় ‘জানোয়ার’। যারা এই কাজে ইন্দন দেয় তারাও ‘মানবতাবিরোধী’, ‘মানবজাতির কলঙ্ক’। এসব ঘৃন্য কাজের জন্য আমি থুতু ফেলি।

তিনি আরো জানান, দুর্বৃত্তদের ধরতে সাড়াশি অভিযান চলবে।

মোবাইল কোর্টের মাধ্যমে ১৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলেও জানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাজধানীর শাহবাগ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় বিহঙ্গ পরিবহনের ১৮ যাত্রী দগ্ধ হন। তাদের সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

রাত ৮টা ৪৫ মিনিটে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজীর আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত ৯টা ১০ মিনিটে তারা হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতাল ত্যাগের আগে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)