গ্রেফতার হতে পারেন তেজপাল
দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় তেজপালকে গ্রেফতার করতে আদালতের কাছে আবেদন করেছে গোয়া পুলিশ। শুক্রবার সকালে আদালতের নির্দেশের পরই তাকে গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তেজপালের আইনজীবী শুক্রবার আদালতে তার জামিন আবেদন করবেন। এর আগে বৃহস্পতিবার তিনি দিল্লির আদালতে জামিন আবেদন করেন।
গোয়া পুলিশ তেজপালকে বৃহস্পতিবার বিকাল ৩টায় হাজির হওয়ার নির্দেশ দিলেও তেজপাল পুলিশের কাছে শনিবার উপস্থিত হওয়ার আবেদন জানান। কিন্তু পুলিশ তার আবেদন নাকচ করে দেয়।
নিজ বাসা গোয়া থেকে অনেক দূরে উল্লেখ করে তেজপাল এ আবেদন করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সাময়িকী তেহেলকার সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তারই এক নারী সহকর্মী। গত অক্টোবরে তিনি ওই নারীকে ফাইভ স্টার হোটেলে দুইবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)