চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস চক্রবর্তী (২৮) নামে এক বিদ্যুৎমিস্ত্রি এবং শাকিল (১৯) নামে এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে নগরীর সদরঘাট এবং আকবরশাহ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, নগরীর সদরঘাট থানাধীন আল আরাফা ইসলামী ব্যাংকের একটি শাখায় বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের কাজ করছিলেন তাপস চক্রবর্তী। দুপুর ১টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাপস বোয়ালখালী উপজেলার কড়েলডেঙ্গা ইউনিয়নের ধলঘাট গ্রামের দিলীপ চক্রবর্তীর ছেলে।
অন্যদিকে, শনিবার দুপুরে আকবরশাহ থানা এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করছিলেন শাকিল। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাকিল শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মিঠাকান্দি গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/সা/জুন ২১, ২০১৪)