দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জে বৃহস্পতিবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরোহী জসিম উদ্দীন সরকার (২৬) অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকার বাসিন্দা জসিম উপজেলায় দলিল লেখকের কাজ করেন।

জসিম জানান, ‘আমি আব্দুল্লাহপুর থেকে অটোরিকশায় দড়িগাঁও যাওয়ার পথে রাত ১০টার দিকে কেরানিগঞ্জে পৌঁছাই। এসময় অটোরিকশার পেছন থেকে একটি বিকট আওয়াজ হওয়ার পর হঠাৎ আগুন জ্বলে ওঠে। একপর‌্যায়ে আমার শরীরে আগুন ধরে যায়।’

এরপর আহত অবস্থায় উদ্ধার করে বড় ভাই আবুল বাসার জসীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ সংকর পাল জানান, আগুনে জসীমের শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/নভেম্বর ২৯, ২০১৩)