চট্টগ্রাম অফিস :ভারি বর্ষণে রেল সেতু দেবে যাওয়ার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের রেল যোগাযোগ সচল হয়েছে। রবিবার বিকেল পাঁচটায় ট্রেন চলাচল শুরু হয়।

চট্টগ্রামের স্টেশন ম্যানেজার শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সীতাকুণ্ডের কুমিরা এলাকার রেল লাইন পানিতে নিমজ্জিত হওয়ায় রবিবার দুপুর ১টা থেকে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার শামসুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘রেললাইনে পানি উঠে পড়ায় ৪ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকেল ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।’

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটানা বর্ষণে দুর্বিষহ হয়ে পড়েছে নগরজীবন। নগরীর বহাদ্দার হাট থেকে মোরাদপুর পর্যন্ত ব্যস্ততম সড়ক ডুবে আছে পানিতে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান ও রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রামে সড়ক যোগাযোগ। জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে পানিবাহিত নানা রোগ-বালাই।

বহদ্দার হাটের গৃহবধু তসলিমা আক্তার বলেন, ‘তিনদিন ধরে আমরা পানি বন্দি। ঘরে খাবার নেই, প্রয়োজনীয় জিনিসপত্রও নেই।’

দিদার মাকের্টের বাসিন্দা মো. হাসান জানান, দুই দিন ধরে তারা পানি বন্দি অবস্থায় আছেন। প্রয়োজনীয় কোনো কাজেও তারা বাইরে বের হতে পারছেন না।’

বৃহস্পতিবার থেকে বিরামহীন ভারি বর্ষণে নগরীর ব্যস্ততম এলাকা বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাঁদুরতলা, কাপাসগোলা, কোতোয়ালি, নিউমার্কেট, সদরঘাট, আগ্রাবাদ, বন্দরটিলা, ফিরিঙি বাজার, কালামিয়া বাজার, চান্দগাঁও আবাসিক এলাকা, মোহাম্মদপুর, ফরিদের পাড়া, সমশের পাড়া, পাহাড়তলি ইস্পাহানী এলাকা এখন জলমগ্ন হয়ে পড়েছে।কাপাসগোলা আবাসিক এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন নাহিদ (৩৭) জানান, এলাকার মধ্য দিয়ে সৃষ্ট নালায় আবর্জনা আটকে থাকার কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অনেক ঘরবাড়ি ও দোকানপাট ডুবে ভোগ্যপণ্য ও মালামাল নষ্ট হয়ে গেছে।

নগরীর ৯ নং ওয়ার্ডের কমিশনার আবদুস সাত্তার সেলিম জানান, নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালাচ্ছে।

ভারি বৃষ্টির কারণে মহানগরীতে জলজট সৃষ্টি হয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। তবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে।

সিটি মেয়র মঞ্জুর আলম জানান, জলবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে তারা। পানি সরাতে রবিবার সকাল থেকে ১০০টি টিম কাজ করছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/জুন ২২, ২০১৪)