খেলা অনুভব করি না : বন্যা মির্জা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ফুটবল নিয়ে আমি অতো ইন্টারেস্টেড নই। যদিও খেলা দেখি। ব্রাজিলকেও সমর্থন করি। কিন্তু অতো উৎসাহী হয়ে নয়।’ কথাগুলো বলেন অভিনেত্রী বন্যা মির্জা।
বন্যা বলেন, ‘যখন ছোট ছিলাম, তখন ইতালিকে সমর্থন করতাম। খেলোয়াড়দের ভালো লাগত। তবে তা বদলেছে। তারপর ব্রাজিলকে সমর্থন শুরু করি। সেটার হয়তো রাজনৈতিক কারণ আছে। তবে আমি খেলাকে অতো বেশি অনুভব করি না। এমনকি ক্রিকেট নিয়েও নয়। তাই বলে যে খেলা দেখি না, তা নয়। খেলা দেখি। প্রতিবার বিশ্বকাপও দেখি।’
(দ্য রিপোর্ট/আইএফ/সিজি/এইচ/জুন ২০১৪)