চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর বন্দর থানার ১নং মাইলের মাথা এলাকায় ঘরে ফেরার পথে ছিঁড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জনি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

জনি মাইলের মাথার নতুন মসজিদের পাশের হাজী সাহেবের ভাড়া ঘরের বাসিন্দা মো. আলমগীরের ছেলে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বড়ঘোনা থানা এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, দুপুরে মাইলের মাথা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ট হয় জনি। উদ্ধার করে দুপুর ১টার দিকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমডি/আরকে/জুন ২২, ২০১৪)