চট্টগ্রাম অফিস : শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করে ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ১ হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উন্নয়ন অনুদান ও বকেয়া কর আদায়কে আয়ের মূলখাত ধরা হয়েছে।

সিটি কর্পোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে মেয়র মনজুরুল আলম মনজু রবিবার দুপুরে এ বাজেট ঘোষণা করেন। মেয়র হিসেবে এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।

বাজেট অধিবেশনে সিটি কর্পোরেশনের অর্থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চসিকের কাউন্সিলরগণ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট পর্যালোচনায় দেখা গেছে, এবারের বাজেটে আয়খাতে নিজস্ব উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ৫৬৭ কোটি ৩০ লাখ টাকা, উন্নয়ন অনুদান ৫৯০ কোটি টাকা, ত্রাণ সাহায্য ৪০ লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে ৩৮ কোটি ১০ লাখ টাকা। আর ব্যয়খাতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণখাতে ৩০৩ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়নখাতে ৫৭২ কোটি ৪৫ লাখ টাকা, স্থায়ী সম্পদ ১৭৪ কোটি ৯০ লাখ টাকা, বকেয়া দেনা ৯৮ কোটি ৩০ লাখ টাকা ও অন্যান্য ব্যয় ৪৩ কোটি ৪৫ লাখ টাকা ধরা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআই/ইইউ/এমডি/জুন ২২, ২০১৪)