চট্টগ্রামে পাহাড় ধসে দুটি ভবন চাপা
চট্টগ্রাম অফিস : জেলার বাঘঘোনা এলাকায় কয়েক দিনের টানা বর্ষণে দুটি ভবনের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে একটি পাঁচতলা ভবনের তিনতলা পর্যন্ত মাটি ঢুকে পড়েছে। অপর দোতলা ভবনটি সম্পূর্ণ মাটিতে ঢাকা পড়েছে। রবিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার দীপক জ্যোতি খিসা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচ/ইইউ/এমডি/আরকে/জুন ২২, ২০১৪)