ভারত সফরে আসছেন কারজাই
দ্য রিপোর্ট ডেস্ক : আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।
গত মে মাসে একটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য ভারত সফরে এসেছিলেন কারজাই।
দেশটির পররাষ্ট্র দফতর জানায়, প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন আফগান প্রেসিডেন্ট।
এসময় ভারত থেকে আফগানিস্তানে সামরিক সরবরাহের বিষয়েও আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র দফতার জানায়। সূত্র : এনডিটিভি।
(দ্য রিপোর্ট/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)